ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

বিনা লাইসেন্সে খাদ্য মজুদ করলে কঠোর ব্যবস্থা :খাদ্যমন্ত্রী

বিনা লাইসেন্সে খাদ্য মজুদ করে কেউ সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সকালে ময়মনসিংহের সিএসডিতে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রণোদনা পেয়ে চাষিরা প্রচুর খাদ্য উৎপাদন করেছে।


এখন কেউ কেউ সেই খাদ্য মজুদ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ কাজ করে যারা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন তাদের ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।


এর আগে, সারাদেশে পুরাতন খাদ্য গুদাম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি।

ads

Our Facebook Page